Print Date & Time : 8 July 2025 Tuesday 12:46 pm

হিরো আলমের ওপর হামলায় পুলিশের গাফিলতি থাকলে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের শেষের দিকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (১৮ জুলাই) বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারা, কী উদ্দেশ্যে হিরো আলমের ওপর হামলা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের শেষের দিকে বাদানুবাদে লিপ্ত হন তিনি। এসব ঘটনায় আমরা ৮ জনকে গ্রেফতার করেছি। ভিডিও ফুটেজ দেখে আমরা সবাইকে ধরবো, পুলিশ কোনো গাফিলতি করলে সেটাও দেখা হবে।

তিনি আরও বলেন, ‘হিরো আলমের ঘটনা থেকে যে মেসেজ পাওয়া গেল, তাতে আমাদের আরো সতর্ক থাকতে হবে।’

জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বৈঠক বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সহিংসতা বাড়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন গুয়েন লুইস। তিনি ক্যাম্পে হত্যাকাণ্ড বন্ধে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহারের জন্য বলেছেন।