প্রতিনিধি, হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ নুর এ আলম। এ সময় ৪টি রেস্তোরাঁয় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলার হিলি বাজার ও চারমাথায় এসব জরিমানা করেন তিনি। এতে বাজারের বাবা হোটেলে দুই হাজার টাকা, রুবেল হোটেলে তিন হাজার টাকা, চারমাথা লিজামনি হোটেলে ২০ হাজার টাকা ও আল-মদিনা হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভোক্তাদের স্বস্থ্যসম্মত খাবার নিশ্চিতে হোটেল-রেস্তোরাঁগুলোয় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।