Print Date & Time : 7 July 2025 Monday 9:20 pm

হিলিতে আদিবাসীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, হিলি : দিনাজপুরের হিলিতে ভায়রো হেমরম (৪৫) নামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বিরামপুর-হিলি সড়কের পাশে বিজিবি ক্যাম্প-সংলগ্ন মোস্তাক মাস্টারের ওয়েব্রিজের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ইশানপুর গ্রামের মৃত লক্ষণ হেমরমের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল মাগরীবের আজানের সময় এক ব্যক্তি অটো রিকশাযোগে এখানে এই ব্যক্তির মরদেহটা রেখে চলে যান। অন্ধকার থাকায় প্রথমে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারেননি। পরে কাছে এসে তারা দেখতে পান এক ব্যক্তির মরদেহ। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান, লোকমুখে সংবাদ পেয়ে ওয়েব্রিজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

তার কাছে একটি ব্যাগ পাওয়া গেছে। ওই ব্যাগে থাকা ডাক্তারি কাগজপত্র অনুযায়ী, তার বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঈশানপুর গ্রামে।