প্রতিনিধি, হিলি : ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ পালিত হয়েছে।
আজ বুধবার(২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর- এ আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা ভারপাপ্ত চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম, পানামার্পোট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ আরও অনেকে। এসময় বক্তারা তথ্য কিভাবে নেওয়া যায় সেই গুরুত্ব তুলে ধরেন।