Print Date & Time : 29 August 2025 Friday 1:07 am

হিলিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিনিধি, হিলি : দিনাজপুরের হিলিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনের সকাল ১১টায় পৌর এলাকার জালালপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রছাত্রীদের নিয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় দুর্যোগকালীন সময়ে করণীয় নিয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশিক্ষণ দেন হিলি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। বিশেষ করে ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে কীভাবে মোকাবিলা করে নিজেদের নিরাপদ রাখা যায় এ বিষয়ে ওই স্কুলের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের মাধ্যমে শিখিয়ে দেয়া হয়।

এ সময় হাকিমপুর উপজেলা চেয়াম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হিলি স্টেশন ইনচার্জ মিজানুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।