Print Date & Time : 13 August 2025 Wednesday 11:50 am

হিলিতে কাস্টমস কর্মকর্তাকে হুমকি যাত্রী পারাপার বন্ধ

প্রতিনিধি, হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি কাস্টমসের পাসপোর্ট শাখার কর্মকর্তাদের হাত কেটে নেয়ার হুমকির প্রতিবাদে পাসপোর্টধারী যাত্রীদের বই এন্ট্রিসহ, ব্যাগেজ শাখার সব কার্যক্রম এক ঘণ্টা সাময়িকভাবে বন্ধ রেখেছিলেন কাস্টমস কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্ব কর্মকর্তা সুকান্ত দাস। তিনি বলেন, শনিবার বেলা দেড়টায় এক পাসপোর্ট যাত্রী ব্যাগেজ নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন। এ সময় কাস্টমসে কর্মরত আনসার সদস্য ব্যাগেজটি নিয়ে ব্যাগেজ রুমে প্রবেশ করার সময় জনৈক দিনার নামের এক ব্যক্তি আনসার সদস্যকে ধাক্কা মেরে ল্যাগেজটি ছিনিয়ে নিয়ে যান।

তিনি আরও বলেন, ওই ব্যক্তি (দিনার) পরে এসে কাস্টমস কর্মকর্তাদের হাত কেটে নেয়াসহ বিভিন্ন হুমকি দেন। তাই আমরা বেলা ২টা থেকে পাসপোর্ট শাখার সব কার্যক্রম সাময়িকভাবে এক ঘণ্টা বন্ধ রেখেছিলাম। বিষয়টি স্থানীয় থানায় অবগত করা হয়েছে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে। তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে বর্তমান পাসপোর্ট যাত্রীদের পারাপার স্বাভাবিক রাখা হয়েছে। পরে এর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।