Print Date & Time : 6 July 2025 Sunday 12:21 am

হিলিতে কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য বিনা মূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার সকালে উপজেলার কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের প্রশিক্ষণ হলরুমে এই বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। এতে ১০ কৃষকের মাঝে এক কেজি পাটবীজ, পাঁচ কেজি ড্যাব, পাঁচ কেজি ডিওপি ও পাঁচ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম, হিলি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, কৃষকদের উৎপাদন বাড়ানোর জন্য সরকারি বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। এরই লক্ষ্যে ২০১৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য বিনা মূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।