হিলিতে চলন্ত ট্রেনের ব্রিয়ারিং বক্সে আগুন

প্রতিনিধি, হিলি (দিনাজপুর): হিলিতে মালবাহী ট্রেনের ব্রিয়ারিং বক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ট্রেনটি হিলি রেলস্টেশন ক্রস করার সময় হঠাৎ ট্রেনের ব্রিয়ারিং থেকে ধোঁয়া বের হতে দেখে ট্রেনে থাকা শ্রমিকরা চিৎকার দেয়। এসময় পয়েন্ট ম্যানকে জানালে পয়েন্ট ম্যান ট্রেনটিকে দাঁড় করায়।

ট্রেনে দায়িত্বরত পরিচালক সোহেল রানা জানান, ট্রেনটি মেরামতের জন্য ঈশ্বরদী থেকে সৈয়দপুর ওয়ার্কসপের উদ্দ্যেশে যাচ্ছিলো। গত ৭ তারিখ শুক্রবার দুপরে ট্রেনটি রওয়া হয়। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে হিলি রেলস্টেশন ক্রস করার সময় হঠাৎ ট্রেনের ব্রিয়ারিং বক্স থেকে আগুন বেড় হতে থাকে। পরে রেলের কর্মরত শ্রমিকরা  ট্রেনটি থামালে মেরামতের কাজ করা হয় ।