Print Date & Time : 7 July 2025 Monday 7:23 am

হিলিতে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিনিধি, হিলি : দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্্যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে হাকিমপুর উপজেলা ও পৌর শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠবার্ষিকী পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোরশেদ, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান উজ্জ্বল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিমসহ অন্যরা।