Print Date & Time : 1 September 2025 Monday 11:37 am

হিলিতে জুয়া খেলার সময় আটক ৯ জন

প্রতিনিধি, হিলি : দিনাজপুরের হিলিতে জুয়া খেলার সময় ৯ জনকে আটক করেছে থানা পুলিশ। আজ রবিবার(২৫ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার আলীহাট ইউনিয়নের আর্দশ ইটাই নামক গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় জুয়া খেলার সামগ্রী ও ২৯ হাজার আশি টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলো উপজেলার আর্দশ ইটাই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে এনামুল হক(৩২), ও তার ভাই সোবহান মন্ডল(৩০), আফতাব উদ্দিনের ছেলে আব্দুর রশিদ(৩২), নুরুল ইসলামের ছেলে সাদেক আলী(৪৮), চান মিয়ার ছেলে ফরহাদুল ইসলাম (২৮), মৃত আবুল কালাম আজাদের ছেলে শাহাদাত হোসেন (৫০), রিকাবি গ্রামের মৃত আমেদ আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৬), মহেশপুর গ্রামের মৃত আসমান আলীর ছেলে ফারুক মিয়া(৩২), বড় আড়িয়া গ্রামের মৃত আবু তাহের মন্ডলের ছেলে মাহাতাব হোসেন (৪০)।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আবু সায়েম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে উপজেলার ইটাই নামক গ্রামে জুয়ার আড্ডা চলছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় এবং জুয়ার আসর থেকে জুয়া খেলার সামগ্রী ও ২৯ হাজার আশি টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। এবং আজ আসামিদের দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।