Print Date & Time : 10 September 2025 Wednesday 2:58 pm

হিলিতে ঢাকা ব্যাংকের ১০৬ তম শাখার উদ্বোধন

প্রতিনিধি, হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় ঢাকা ব্যাংকের ১০৬ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (২২ ডিসেম্বর) দুপুর  ১২ টায় হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপ কার্যালয়ের নিচ তলায় ফিতা কেটে ব্যাংকটির উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, ও ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোসলে সাদ মোহাম্মদ ।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের  এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট উজ্জ্বল কুমার শাহ,বগুড়া রিজিওনের ম্যানেজার ফারুক আহমেদ, রাজশাহী রিজিওন ম্যানেজার মিজানুর ইসলাম, হিলি শাখার ম্যানেজার নাজমুল আজিম, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হিলি আরনু জুট মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুর শেখ সাফি, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরসহ আরও অনেকে।