Print Date & Time : 28 August 2025 Thursday 10:37 pm

হিলিতে দুদিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা শুরু

প্রতিনিধি, হিলি : দিনাজপুরের হিলিতে দুদিন ব্যাপি ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলা উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার(১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা উদ্ভোধন করা হয়।

মেলা উদ্বোধন করেন উপজেলা ভারপাপ্ত চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন। এ সময় হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার মোখলেদা খাতুন মিম , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম, কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা, বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উদ্ভোধন শেষে তারা প্রতিটি ষ্টল পরিদর্শন করে দেখেন।