প্রতিনিধি, হিলি (দিনাজপুর): দু’দিন বন্ধের পর শুরু হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। গত শনিবার খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্ধ ছিল আমদানি-রপ্তানি কার্যক্রম। আগের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ার এ দু’দিন ছুটি ভোগ করলেন হিলি স্থলবন্দরের কর্মকর্তা-কর্মচারীসহ আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা। তবে আজ রোববার (২৬ ডিসেম্বর) সকালে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি-রপ্তানি কার্যক্রম। বন্দরের অভ্যন্তরে শুরু হয়েছে পণ্য লোড-আনলোড।
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, গত শুক্রবার সরকারি ছুটি থাকায় এবং শনিবার খিষ্টানদের বড়দিন হওয়ায় দু’দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। সকাল থেকে আমদানি রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম চালু হয়েছে।