Print Date & Time : 8 July 2025 Tuesday 8:29 am

হিলিতে ধানের জমি থেকে দুইটি মর্টার শেল উদ্ধার

প্রতিনিধি, হিলি : দিনাজপুরের হিলিতে ধানের জমি থেকে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পরিত্যক্ত অবস্থায় দুইটি মর্টার শেল উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার(১ নভেম্বর) দুপুরে উপজেলার আলীহাট ইউনিয়নের মহেশপুর এলাকা থেকে মর্টার শেল দুটি উদ্ধার করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম জানায়, মহেশপুর গ্রামের কৃষক ইউসুফ আলী ধানের জমিতে পানি সেচ দিতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেল দেখতে পেয়ে সে গুলো নিয়ে বাসায় আসে। পরে এলাকায় জানাজানি হলে স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দেয়, ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি টিম মর্টার শেল দুটি জব্দ করে থানায় নিয়ে আসে। ধারনা করা হচ্ছে মর্টার শেল দুটি মুক্তিযুদ্ধের সময়কার।