Print Date & Time : 6 September 2025 Saturday 10:50 am

হিলিতে নারী উদ্যোক্তাদের বসন্ত বরণ ও পিঠা উৎসব পালিত

প্রতিনিধি, হিলি : দিনাজপুরের হিলিতে নারী উদ্যোক্তাদের বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। নিজ হাতের তৈরি বাহারি স্বাদের পিঠা নিয়ে তারা আয়োজন করেন এই পিঠা উৎসবের। আয়োজকরা জানান,প্রতি বছরই বসন্ত বরণ উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়ে থাকে।যার কারনে আজকে এপিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। তবে আসন্ন রমজানের কারনে এইবার বড় পরিসরে উৎসবটি পালন করতে পারিনি,আগামীতে এর থেকেও বড় পরিসরে করা হবে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার নারী উদ্যোক্তাদের নিজ কার্যালয়ে নারী উদ্যোক্তা ফোরাম কতৃক আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধন করেন হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী এবং হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। মহা ধুমধামে অনুষ্ঠিত হয় এই পিঠা উৎসব। এখানে মোট ৪০ রকমের পিঠা সামগ্রী নিয়ে এই উৎসব পালন করেন তারা।

নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা আক্তার মনি বলেন, বসন্ত বরণ উপলক্ষে আজকে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা নারী আমরা পাড়ি, আমরা একেকজন একেক পণ্য নিয়ে কাজ করি,কেউ খাবার আইটেম নিয়ে, কেউ থ্রি পিস নিয়ে, কেউ কাপড় নিয়ে, কেউবা ছাদ বাগান নিয়ে কেউ মাশরুম নিয়ে কাজ করি। এই পিটা উৎসবের মাধ্যমে আমরা সবাই একত্রিত হতে পারছি এটাতে আমরা অনেক খুশি। তবে সামনে রমজান আসার কারণে আমরা বড় পরিসরে করতে পারলাম না কিন্তু আগামীতে এর থেকেও বড় পরিসরে করার ইচ্ছা আছে আমাদের।

নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক হামিদা আক্তার ডালিম বলেন, বসন্ত বরণ উপলক্ষে প্রতি বছরই আমরা পিঠা উৎসব পালন করে থাকি।এইবারও পালন করতেছি। নারীরা তাদের নিজ হাতের প্রসরা সামগ্রী নিয়ে এসেছেন এখানে।আমরা অনেক আনন্দ করেছি।

এসময় উপস্থিত ছিলেন হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ, এখন টিভির হিলি প্রতিনিধি সোহেল রানা, দেশ বুলেটিন হিলি প্রতিনিধি হাসান ইসলাম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, মাছরাঙা টিভি হিলি প্রতিনিধি হালিম আল রাজি, মুভিবাংলা টেলিভিশন হিলি প্রতিনিধি মোকছেদুল মমিন মোয়াজ্জেমসহ অনেকে।