প্রতিনিধি, হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হিলিতে পণ্য প্রদর্শনী মেলা ও পিঠা উৎসব পালিত হয়েছে। এক দিনের এই মেলার স্টলগুলোয় দর্শনার্থীদের ছিল উপচেপড়া ভিড়। এখানে মোট স্টল রয়েছে ১৯টি। মেয়েদের বিভিন্ন পণ্য ও হরেক রকম পিঠাপুলির আয়োজন ছিল। মেলাটি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে। গতকাল শনিবার উপজেলার হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এই মেলার উদ্বোধন করেন। দিনাজপুর উইমেন অ্যান্ড ই-কর্মাস ট্রাস্টের (উই) আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়। ঘরে ঘরে নারী উদ্যোক্তা তৈরির জন্য এই মেলার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। জেলার প্রত্যেকটি উপজেলায় এই মেলার আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।