Print Date & Time : 8 July 2025 Tuesday 5:22 am

হিলিতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন

প্রতিনিধি, হিলি : দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ১০ হাজার ৫শ ৩১ জন স্বল্প আয়ের মানুষের মাঝে ৭ম বারের মতো স্বল্প মূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্বল্প মূল্য এইসব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। তবে পণ্যের পরিধি বাড়ার দাবি সাধারণ মানুষের।

আজ বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) সকাল ১১ টায় হাকিমপুর পৌর সভার (১,২,৬) ওয়ার্ড এর জন্য হিলি স্থলবন্দর এর মাইক্রো বাসষ্টান্ডে উপজেলা পল্লি উন্নয়ন দারিদ্র কর্মকর্তা গোলাম রাব্বানি এই টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন। এসময় সেখানে টিসিবি ডিলার বিক্রেতা আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

টিসিবির পণ্য নিতে আসা সাধারণ মানুষরা বলেন, বর্তমানে বাজারে সব পণ্যর দাম বেশি। তাই কম দামে এইসব পণ্য কিনতে পেরে আমরা খুব খুশি। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। প্রতিমাসে এই সব পণ্য যদি দেওয়া হতো তাহলে আমাদের মত সাধারন মানুষের উপকার হতো।

উপজেলা পল্লি উন্নয়ন দারিদ্র কর্মকর্তা বলেন, উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৫ শ ৩১ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামেলি কার্ডধারী) মাঝে ৭ তম বারের মতো ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেলসহ একটি প্যাকেজ ৪২০ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে।