Print Date & Time : 29 August 2025 Friday 12:35 am

হিলিতে বড়দিন পালিত

প্রতিনিধি, হিলি : নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন পালন করা হয়েছে। আজ রোববার(২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন জামতলী মিশনে শত শত খ্রিস্টান ধর্ম অনুসারীদের উপস্থিতিতে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়।

সকল খ্রিস্টান অনুসারীদের নিয়ে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন ঢাকা থেকে আসা ফাদার নিত্য এক্কা। দেশের কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

উৎসব মুখর পরিবেশে চলে প্রার্থনা, এতে খ্রিস্টান সম্পাদয়ের বেশ সংখ্যক নারী পুরুষরা অংশগ্রহন করেন। এসময় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।