Print Date & Time : 7 September 2025 Sunday 1:24 pm

হিলিতে বাল্যবিয়ে দেয়ার অপরাধে অভিভাবকের কারাদণ্ড

প্রতিনিধি, হিলি: দিনাজপুরের হিলিতে বাল্যবিয়ে দেয়ার অপরাধে মা ও বড় ভাইয়ের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নূর-এ আলম এ কারাদণ্ডাদেশ দেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম এলাকায়। দণ্ডপ্রাপ্তরা হলেনÑওই এলাকার মাসুদ রানার স্ত্রী (মেয়ের মা) জোসনা বেগম এবং ছেলে সোহাগ হোসেন। স্থানীয় বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান সদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বৈগ্রাম এলাকায় মেয়ে মিমির (১৬) বিয়ের আয়োজন করেন মা ও বড় ভাই। এমন খবরে গতকাল সকালে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মেয়ের বাল্যবিয়ের আয়োজন করায় মা ও ভাইকে বাল্যবিয়ে নিরোধ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্যবিয়ের খবরে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মা ও ছেলেকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। তিনি আরও বলেন, বাল্যবিয়ের বিষয়ে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। বাল্যবিয়ে প্রতিরোধে আমরা প্রশাসন সব সময় ভূমিকা পালন করে যাব।