প্রতিনিধি, হিলি: বিজিবি দিবস উদ্যাপন উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার সন্ধ্যায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএসএফ হিলি ক্যাম্প কমান্ডার সীতারাম ঘোষ, নায়েক সুবেদার রোহিত সীমা, বিজিবির পক্ষে ছিলেন হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলম হোসেন ও ইয়াসিন আলী।
বিজিবি জানায়, বিজিবি দিবস উদ্যাপন উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে সোহার্দ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে স্ব-অবস্থানে মিলেমিশে থাকার জন্য দু’দেশের জাতীয় ও ধর্মীয় উৎসবে দুই বাহিনী একে-অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে।