হিলিতে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

প্রতিনিধি, হিলি : দিনাজপুরের হিলিতে সরকারিভাবে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ মে) সকাল সাড়ে ১১ টায় হিলি এলএসডি খাদ্যগুদামের ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন ও নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের তথ্যমতে, এবার হাকিমপুর উপজেলায় ৩০ টাকা কেজি দরে ৬৪৪ মেট্রিক টন বোরো ধান, ৪৪ টাকা কেজি দরে ৩৬৭ মেট্রিক টন সিদ্ধ চাল। জেলায় চাল সংগ্রহের ১ লক্ষ ৩৫ হাজার ৫শ ৪৬ মেট্রিক টন ও ধান সংগ্রহ ১৪ হাজার মেট্রিক টন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর- এ আলম বলেন, সারাদেশের ন্যায় হিলিতেও সরকারিভাবে ধান চাল সংগ্রহের উদ্ভোধন করা হয়েছে। এবার হাকিমপুর উপজেলায় ৩০ টাকা কেজি দরে ৬৪৪ মেট্রিক টন বোরো ধান, এবং ৪৪ টাকা কেজি দরে ৩৬৭ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে ।