Print Date & Time : 28 August 2025 Thursday 4:21 pm

হিলিতে ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধি, হিলি : দিনাজপুরের হিলিতে মুল্য তালিকা আপডেট না করায় ও একটি খাবারের দোকানে বিস্কুট ও চানাচুরের সাথে ইদুর মারা ওষুধ রাখায় এবং বিড়িতে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় তিন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

আজ মঙ্গলবার(১ নভেম্বর) দুপুরে ডাঙ্গাপাড়া ও হিলি বাজারে অভিযান চালিয়ে তিনি এই জরিমানা করেন। একইসাথে কিছু খাবার বিনষ্ট করে দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর এর সহকারি পরিচালক মমতাজ বেগম বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালানো হয়। এসময় একটি বিড়ি ফ্যাক্টরিকে তাদের উৎপাদিত বিড়িতে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে একটি খাবারের দোকানে বিস্কুট ও চানাচুড়ের সাথে ইদুর মাড়ার ওষুধ রাখায় তাকে ৮ হাজার টাকা জরিমানা ও খাবারগুলো বিনষ্ট করা হয়। পরে হিলি বাজারে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে মুল্য তালিকা আপডেট না থাকায় ও নকল বিড়ি বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।