Print Date & Time : 5 August 2025 Tuesday 8:46 pm

হিলিতে রেলপথে দ্বিতীয় দফায় পেঁয়াজ আমদানি

প্রতিনিধি, হিলি: করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে ভারত থেকে হিলি স্থলবন্দরে রেলপথে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল সোমবার ভারতীয় মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে পৌঁছে। এর আগে গত রোববার রেলপথে খাদ্যপণ্যের ৩০টি চালান আসে।

ভারতের নাসিক থেকে দ্বিতীয় চালানে ৪২টি বগিতে এক হাজার ৭০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দরে। মালবাহী ট্রেন থেকে দ্রুত পেঁয়াজ খালাস করে নেওয়া হচ্ছে। আর বন্দরে পাইকারি ও খুচরা বাজারে গেল দু’দিনের ব্যবধানে দেশে উৎপাদিত পেঁয়াজের দাম কমেছে কেজিতে আট থেকে ১০ টাকা।