Print Date & Time : 7 August 2025 Thursday 12:45 pm

হিলিতে শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ

প্রতিনিধি, হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হিলিতে সাম্প্রতিক সময় থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় শিক্ষার্থীদের মাদরাসায় শতভাগ উপস্থিতির লক্ষ্যে ছাতা বিতরণ করাহয়েছে।

গতকাল রোববার উপজেলার ছাতনী-রাউতারা জেএম ফাজিল (ডিগ্রি) মাদরাসার উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর হাতে একরঙের এ ছাতা তুলে দেয়া হয়।

মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় পৌর মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে প্রতিটি শিক্ষার্থীর হাতে ছাতা তুলে দেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।

এ সময় উপস্থিত ছিলেন ছাতনী-রাউতারা জেএম ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহেদ মল্লিক বাবু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ টুকু, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু প্রমুখ।