Print Date & Time : 30 August 2025 Saturday 10:37 am

হিলিতে শেখ রাসেল দিবস পালিত

প্রতিনিধি, হিলি : ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’Ñ এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতে ‘শেখ রাসেল দিবস’ উদ্্যাপিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয় দিবসটি।

এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক, হাকিমপুর ও ঘোড়াঘাট থানার সার্কেল সহকারী শরিফুল ইসলাম, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম, ফায়ার সার্ভিস ডিফেন্স অফিসার মিজানুর রহমান মিজানসহ আরও অনেকে।