Print Date & Time : 28 August 2025 Thursday 1:16 pm

হিলি চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু

প্রতিনিধি, হিলি : দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসার সময় ষ্টোক করে একজন পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ( ৩১ অক্টোবর) বেলা ১১ টার সময় তিনি হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসার সময় ভারত ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বাংলাদেশে প্রবেশের সময় আকস্মিক ভাবে ষ্টোক করে মাটিয়ে লুটিয়ে পড়েন।

এসময় তাকে দ্রুত উদ্ধার করে বাংলাদেশ ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম শেষ করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাঃ মো. হুমায়ন কবির বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত পাসপোর্টধারী ব্যক্তি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মিল রোড এলাকার তাছির উদ্দিনের ছেলে রয়েল ( ৪২)।

বিষয়টি নিশ্চিত করে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ইনচার্জ বদিউজ্জামান বলেন, গত ২৮ অক্টোবর রয়েল ভ্রমনের উদ্দেশ্য হিলি চেকপোস্ট দিয়ে ভারত প্রবেশ করেন। আজকে দেশে ফিরে আসার সময় ভারত ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বাংলাদেশে প্রবেশের সময় আকস্মিক ভাবে ষ্টোক করে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি।