Print Date & Time : 28 August 2025 Thursday 4:01 pm

হিলি দিয়ে এলো বিএসএফ’র ৪৬ প্রতিনিধি দল

প্রতিনিধি, হিলি : মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচে যোগ দিতে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছে বিএসএফ’র ৪৬ সদস্যর প্রতিনিধি দল।

আজ সোমবার(১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় বিএসএফ’র নর্থ বেঙ্গল ফ্রন্টটিয়ার এর আইজি অজয় সিংহের নেতৃত্ব প্রতিনিধি দলটি বাংলাদেশে প্রবেশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জোনের ডেপুটি রেজুনিয়াল কমান্ডার কর্ণেল মো. জাকারিয়া হোসেন।

তিনি বলেন, ২০ বিজিবির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় রাখতে আজ সোমবার(১২ ডিসেম্বর) বেলা আড়াই টায় জয়পুরহাট স্টেডিয়ামে বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিএসএফ’র প্রতিনিধি দলটি আজকেই ভারতে ফিরে যাবেন।