Print Date & Time : 4 September 2025 Thursday 9:35 am

হিলি বন্দরে কমেছে ভারত থেকে আমদানিকৃত গমের দাম

প্রতিনিধি, হিলি (দিনাজপুর): চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় হিলি স্থলবন্দরে কমেছে ভারত থেকে আমদানিকৃত গমের দাম। প্রতি কেজিতে কমেছে দেড় থেকে দুই টাকা। টন প্রতি কমেছে প্রায় ১৫শ টাকা । এতে লসে পড়ছে ব্যবসায়ীরা, স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে।

হিলি স্থলবন্দরের গম আমদানিকারকের প্রতিনিধি রিংকু জানান, দেশের আটা ময়দার মিল গুলোতে গমের চাহিদা থাকায় ভারত থেকে গম আমদানি করা হচ্ছে। প্রথম দিকে অল্প পরিসরে আমদানি করা হলেও চাহিদা বেশি থাকায় বৃদ্ধি করা হয়েছে আমদানি।

তিনি আরও জানান, চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় ফ্লাওয়ার মিলগুলো গম ক্রয় কমিয়ে দিয়েছে তারা।

এদিকে আমদানি স্বাভাবিক থাকলেও বন্দরে ক্রেতা শূন্য হয়ে পরে, এতে বিক্রির অপেক্ষায় বন্দরে বাড়তে থাকে ভারতীয় গম বোঝাই ট্রাকের সংখ্যা। অতিরিক্ত আমদানিকৃত গম গুদামগুলোতে জায়গা না থাকায় খালাসের আশায় কম দামে বিক্রি করা হচ্ছে এই গমগুলো। এতে একদিকে যেমন ক্রেতারা আসতে শুরু করেছে বন্দরে অন্য দিকে আবার লোকসানও হচ্ছে বিক্রেতাদের। সেই সাথে গম খালাসের কার্যক্রম চলছে বন্দরে।

পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন প্রতাব মল্লিক জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। প্রতিদিন ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানির পর সেগুলো বন্দর থেকে খালি হয়ে চলে যায়। তবে কয়েক সপ্তাহ ধরে গমের আমদানি বেশি হওয়ায় ভারতীয় ট্রাক থেকে আমদানিকারকরা গম খালাস ধীর গতিতে করছে, এতে বন্দরে ভারতীয় গমের ট্রাকের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তবে গত দুইদিন থেকে গমের ট্রাকগুলো খালাস হতে শুরু করেছে।