প্রতিনিধি, হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি স্থলবন্দরের খানাখন্দে ভরা হিলিবাসীর দীর্ঘদিনের দাবি সড়ক চার লেনে উন্নীতকরণের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। এদিকে দীর্ঘদিন পরে হলেও কাজ শুরু হওয়ায় এলাকাবাসী খুশি। অন্যদিকে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলছেন, কাজটি আমরা শুরুর এক বছরের মধ্যেই শেষ করার আশাই রয়েছে। তবে জমি অধিগ্রহণের জটিলতায় কতদিন লাগবে তা বলা যাচ্ছে না।
গতকাল উপজেলার হিলি স্থলবন্দরের সামনের অংশ থেকে এ নির্মাণকাজ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক প্রমুখ।