শেয়ার বিজ ডেস্ক : মৌলিক ৪ দাবিতে দিনাজপুরে হিলি স্থলবন্দরে কর্ম বিরতি পালন করেছে কাস্টমসের কর্মকর্তারা। অাজ রোববার (২৫ মে) সকাল থেকে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে এ বন্দর দিয়ে। বিপাকে পড়েছে বন্দরের আমদানিকারকরা।
সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি বলেন, কাস্টমসের কর্মকর্তাদের কলম বিরতির কারণে সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে ভারত থেকে জিরা,আদাসহ মসলা পণ্যের আমদানি বন্ধ হয়েছে এতে লোকসানের মুখে ব্যবসায়ীরা। কোরবানি ঈদ উপলক্ষে বাজারে মসলা পণ্যের চাহিদা থাকায় আমদানি করছিলেন ব্যবসায়ীরা।
হিলি কাস্টমসের রাজস্বের (আরও) প্রশাসন মোহাম্মদ নিজামউদ্দিন বলেন, ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষণাও অনুযায়ী আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি ডাক দিয়েছে। তারই অংশ হিসেবে আমরা কাস্টমসে কর্মকর্তারা একতা ঘোষণা করেছি। বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি চলবে।