Print Date & Time : 12 September 2025 Friday 7:46 pm

হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রতিনিধি, হিলি : টানা ছয় দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নেন।

বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার (১৯ এপ্রিল) থেকে ২৪ এপ্রিল পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুই দেশের ব্যবসায়ীরা আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়ায় এ বন্দর দিয়ে টানা ছয় দিন আন্তঃসীমান্ত বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ২৫ এপ্রিল থেকে পুনরায় শুরু হবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহ-ব্যবস্থাপক এস এম হায়দার বলেন, ‘ঈদুল ফিতরের সরকারি ছুটি পর্যন্ত বন্দরের ওয়্যারহাউজে পণ্য ওঠা-নামা কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি শেষে আবারও যথারীতি কার্যক্রম শুরু হবে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল বলেন, ‘প্রতিদিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকে। ফলে ইমিগ্রেশনের কার্যক্রম সরকারি ছুটির আওতামুক্ত। তাই ঈদুল ফিতরের কারণে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট ব্যবহার করে পাসপোর্টধারী যাত্রীরা ভিসা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।’

এদিকে হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার মো. বায়জিদ হোসেন বলেন, ‘সরকারি ছুটিতে কাস্টমস অফিসের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষ হলে পুনরায় অফিসের কাজকর্ম শুরু হবে। এ সময়ে ব্যবসায়ীরা চাইলে তাদের পণ্যের শুল্ক পরিশোধ করে পণ্য খালাস করে নিতে পারবেন।’