Print Date & Time : 7 September 2025 Sunday 7:11 am

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

প্রতিনিধি, হিলি : দিনাজপুরের হিলি স্থলবন্দর ছয়দিন বন্ধ থাকার পর আবারও আমদানি রপ্তানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ভারতীয় পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি রপ্তানি কার্যক্রম। এতে করে বন্দরে ফিরেছে কর্মচাঞ্জল্য। আসতে শুরু করেছে দুর দুরান্ত থেকে পাইকারপত্র।

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন দু-দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে আজ মঙ্গলবার থেকে যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ইনচার্জ শেখ আশরাফুল বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।