Print Date & Time : 10 August 2025 Sunday 8:38 pm

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

প্রতিনিধি, হিলি (দিনাজপুর): মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে তিন দিন ছুটির পর ফের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় ভারত থেকে পণ্যবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, ঈদুল ফিতর উপলক্ষে টানা তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর আজ (গতকাল) থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।