Print Date & Time : 5 August 2025 Tuesday 12:09 am

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ

প্রতিনিধি, হিলি: শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, আজকে (গতকাল) সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার শ্রীকৃষ্ণের জš§তিথি উপলক্ষে বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। এছাড়া আগামীকাল (আজ) সরকারি ছুটি থাকায় আমদানি রপ্তানি বন্ধ থাকবে। আগামীকাল শনিবার পুনরায় বন্দর দিয়ে দু-দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু থাকবে। হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, জš§াষ্টমী উপলক্ষে হিলি বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল শনিবার থেকে পুনরায় বন্দরের সব কার্যক্রম চালু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ইনচার্জ বদিউজ্জামান জানান, জš§াষ্টমী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।