Print Date & Time : 28 August 2025 Thursday 11:54 am

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ

প্রতিনিধি, হিলি : খ্রিস্টান সম্প্রাদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

আজ রবিবার(২৫ডিসেম্বর) সকাল থেকেই দুই দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরেও পণ্য লোড-আনলোড।

বিষয়টি নিশ্চিত করে বাংলা হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ রবিবার(২৫ডিসেম্বর) সকাল থেকে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার(২৬ডিসেম্বর) থেকে আবারো যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি চালু থাকবে।

হিলি বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, আজকে খ্রিস্টান সম্প্রাদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে হিলি বন্দর অভ্যন্তরে পন্য লোড আনলোডসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল সোমবার থেকে আগের নিয়মে বন্দরের কার্যক্রম চালু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি বদিউজ্জামান বলেন, খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।