Print Date & Time : 12 September 2025 Friday 5:14 am

হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু

প্রতিনিধি, হিলি: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে গম আমদানি। ভারতের পাইপলাইনে এখনও অসংখ্য গমবোঝাই ট্রাক আটকা পড়ে আছে বলে জানিয়েছে দেশটির সিঅ্যান্ডএফ এজেন্টরা। গত বুধবার বিকালে হিলি স্থলবন্দর দিয়ে ১১টি ট্রাকে ৪২৯ টন গম আমদানি হয় বলে জানিয়েছেন বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টের বন্দরবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট।

বন্দরবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, মূল্য নিয়ন্ত্রণে রাখতে ১৩ মে ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে বন্দর দিয়ে গম আসা বন্ধ হয়ে যায়। পরে আগে ক্রয়কৃত গম রপ্তানির সিদ্ধান্ত হওয়ায় গত ২৯ মে ভারত থেকে ২টি ট্রাকে ৭৮ টন গম আমদানি হয়। এরপর আবারও আমদানি বন্ধ হয়ে যায়। কয়েক দফা বন্ধ ও চালুর মধ্য দিয়ে ফের শুরু হয়েছে আগে ক্রয়কৃত গম আমদানি। এখনও বেশ কিছুসংখ্যক গমবোঝাই ট্রাক আটকে পড়েছে ওপারে। দীর্ঘদিন ট্রাকে আটকা থাকায় পণ্যের মান নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন আমদানিকারকরা। এদিকে আগে ডলারের দাম কম থাকলেও, দিন দিন তা বাড়তির দিকে থাকায় বিল ছাড়তে বাড়তি অর্থ গোনার দুশ্চিন্তায় পড়েছেন আমদানিকারকরা।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, বৃধবার বিকালে ১১ ট্রাকে ৪২৯ টন গম আমদানি হয়। গত ২৯ মে দুই ট্রাকে ৭৮ টন গম আমদানি হয়েছিল। আর

গতকাল বৃহস্পতিবার  বিকাল ৫টা পর্যন্ত গম আমদানি হয়েছে ৭টি ভারতীয় ট্রাকে।