হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

প্রতিনিধি, হিলি (দিনাজপুর): একদিন বন্ধের পর আবারো শুরু হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে শুরু হয় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসের চলন্ত জানান, গতকাল বুধবার ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেদেশের সরকারী ছুটি থাকায় বন্ধ ছিলো ভারত থেকে আমদানি-রফতানি বানিজ্য। তবে আজ ছুটি শেষে আবারো শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন প্রতাব মল্লিক জানান, গতকাল বুধবার আমদানি–রফতানি বানিজ্য বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরে স্বাভাবিক ছিলো পণ্য লোড-আনলোডের কার্যক্রম। তবে অন্যান্য দিনের মতো আজও স্বাভাবিক রয়েছে বন্দরের কার্যক্রম।