Print Date & Time : 29 July 2025 Tuesday 10:13 am

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানী কার্যক্রম শুরু

প্রতিনিধি, হিলি (দিনাজপুর): মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।  

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি রপ্তানি কার্যক্রম। এতে করে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চলতা। আসতে শুরু করেছে দূর দূরান্ত থেকে পাইকারপ্রত্র।

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, গতকাল সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে আজ মঙ্গলবার সকাল থেকে বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রম চালু হয়েছে।

হিলি পানামা পোর্ট গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ও শহিদ হিলি বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ ছিল। আজকে সকাল থেকে এই বন্দরের সব কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে। সকাল থেকেই দুদেশের মধ্যে পণ্ আমদানি-রপ্তানী চলছে।