Print Date & Time : 28 August 2025 Thursday 12:45 pm

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

প্রতিনিধি, হিলি (দিনাজপুর): ২ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি কাযক্রম।

আজ রোববার (২৭ মার্চ) সকালে বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি রপ্তানি বানিজ্য কার্যক্রম। এতে ফিরেছে বন্দরের কর্মচাঞ্চল্য । আসতে শুরু করেছে বিভিন্ন জেলা থেকে পাইকারী পণ্য।

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, সরকারী ছুটি ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিন বন্ধ থাকার পর আবারও আজ থেকে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে বন্দরে ভারতের পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় এই আমদানি রপ্তানির বানিজ্য কার্যক্রম।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম দুই দিন বন্ধের পর আজ রোববার থেকে আবারও শুরু হয়েছে । বন্দরের পণ্য লোড আনলোড সহ সকল কার্যক্রমও চালু হয়েছে। এতে ফিরেছে বন্দরের কর্মচাঞ্চল্য।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি বদিউজ্জামান জানান, আমাদের ইমিগ্রেশন চেকপোষ্ট সরকারী ছুটির আওতাভুক্ত না । তাই শুক্রবার ও শনিবার দুই দিনই আমাদের ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত থেকে যাত্রী পাপাপার স্বাভাবিক ছিল।