হুভার, ডাস্টার লিমিটেড বাংলাদেশের একট ব্র্যান্ড। সম্প্রতি হুভার বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছে সিমকো গ্রুপ। সিমকো গ্রুপ ও হুভারের এ চুক্তির মাধ্যমে এখন থেকে চট্টগ্রামে হুভারের সব ধরনের পণ্যসামগ্রী পাওয়া যাবে সিমকো গ্রুপের প্রতিষ্ঠান সিমকো মার্টে। সম্প্রতি চট্টগ্রামে সিমকো গ্রুপের অফিসে চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমকো গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. সোলায়মান খান মাসুম, ডাস্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুল ইসলাম, হুভার বাংলাদেশের বিজনেস উপদেষ্টা আসগর মিরন, হুভার বাংলাদেশের সেলস অফিসার মোহাম্মদ নূর এহসান পুলক এবং সিমকো মার্টের শোরুম ম্যানেজার মোহাম্মদ জোনায়েদ হাসান। বিজ্ঞপ্তি
