ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) রিটেইল ও এসএমই ব্যাংকিং বিভাগের হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন এবং এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী সম্প্রতি ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর কনেন। চুক্তির অধীনে শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এশিউর গ্রুপ থেকে প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের হোমলোন সুবিধা অফার করবে ইবিএল। এ সময় এশিউর গ্রুপের প্রধান নির্বাহী প্রকৌশলী জিনাতুল কবীর, ইবিএল রিটেইল এসেট বিভাগ প্রধান মো. জাহেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 10 July 2025 Thursday 12:29 am
হোমলোন বিষয়ে ইবিএল ও এশিউর গ্রুপের মধ্যে চুক্তি
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: