Print Date & Time : 12 September 2025 Friday 3:00 pm

হোলি আর্টিজানে নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা কূটনীতিকদের

শেয়ার বিজ ডেস্ক: গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন কূটনীতিকরা। শনিবার (১ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

কূটনীতিকদের মধ্যে প্রথমে ভারতের হাইকমিশনার প্রনয় ভার্মা হোলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তারপর জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি নিহতদের স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপরই ইতালি, আমেরিকা ও জাইকার প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ফুল দেওয়ার সময় তারা সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি উপেক্ষা করে কুটনীতিকরা হোলি আর্টিজানের সামনে এসে অপেক্ষা করেন। পরে, সবাই একে একে শ্রদ্ধা জানান। ফুল দেওয়া শেষে সবাই ঘটনাস্থল ছেড়ে যান। তবে কেউ গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি।