Print Date & Time : 4 August 2025 Monday 3:57 am

হোসনি দালান থেকে তাজিয়া মিছিল

নিজস্ব প্রতিবেদক: আজ মহররমের ১০ তারিখ, পবিত্র আশুরা। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় হোসেনি দালানের ইমামবাড়া থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। এটি বিভিন্ন সড়ক ঘুরে ধানমন্ডি গিয়ে শেষ হবে।

মিছিলে এবারও অস্ত্র, লাঠি ও আগুনসহ জিঞ্জিরা দিয়ে রক্তপাত নিষিদ্ধ করেছে পুলিশ। এছাড়া যেকোনো ধরনের ধাতব বস্তু বা আতশবাজি ব্যবহার করা যাবে না। নিরাপত্তার স্বার্থে ১২ ফুটের বেশি বড় নিশান মিছিলে ব্যবহার করা যাবে না। পাঞ্জা মেলানো, শক্তির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। উচ্চ স্বরে গান বাজানো বা সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না।

১০ মহররম কারবালার যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটি বিশ্বব্যাপী পালন করে থাকেন শিয়া মতাদর্শীরা। কারবালার বিয়োগাত্মক সেই ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার হোসেনি দালানে ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের করা হয়।