Print Date & Time : 11 September 2025 Thursday 10:20 pm

হ্যাকিংয়ের শিকার যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগসহ কিছু সংস্থা

শেয়ার বিজ ডেস্ক:যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির জ্বালানি বিভাগ হ্যাকিংয়ের শিকার হয়েছে। একই সঙ্গে আরও কয়েকটি ফেডারেল এজেন্সি হ্যাক করেছে একটি রুশ সাইবার চাঁদাবাজ চক্র। খবর: ভয়েস অব আমেরিকা।

প্রতিবেদনে বলা হয়ছে, হ্যাকিংয়ের শিকার হয়েছে মুভইট ট্রান্সফার। এটি ফাইল-ট্রান্সফার প্রোগ্রাম, যা যুক্তরাষ্ট্রের সরকার ও করপোরেশনগুলোয় ভীষণ জনপ্রিয়।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হ্যাকিংয়ের বিষয়টি ধরা পড়ে জ্বালানি বিভাগে। তারা জানান, জ্বালানি বিভাগের দুটি শাখা হ্যাকিংয়ের শিকার হয়েছে।

রাশিয়া-সংশ্লিষ্ট চাঁদাবাজ গ্রুপ সিআইওপি এই হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে। তারা গত সপ্তাহে ডার্ক ওয়েবসাইটে জানিয়েছে, তাদের ভুক্তভোগীদের বুধবারের মধ্যে মুক্তিপণের বিষয়ে আলোচনা করতে হবে, অন্যথায় তারা সংবেদনশীল তথ্য অনলাইনে প্রকাশ করে দেয়ার ঝুঁকিতে পড়বে।

সিআইওপি আরও বলেছে, তারা সরকার, নগর কর্তৃপক্ষ ও পুলিশ বিভাগ থেকে চুরি করা যেকোনো তথ্য-উপাত্ত মুছে ফেলবে।

সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির (সিসা) পরিচালক জেন ইস্টারলি বলেন, যদিও অনুপ্রবেশটি মূলত একটি সুযোগসন্ধানী কাজ, তা সত্ত্বেও এর মধ্যে অতিরঞ্জন রয়েছে। তবে তা দ্রুত শনাক্ত করা গেছে। তার সংস্থা এই অপকর্ম নিয়ে খুব উদ্বিগ্ন এবং এ বিষয়টি নিয়ে তারা জরুরি ভিত্তিতে কাজ করছেন বলে জানান জেন।

ব্রিটেনের শেল অয়েল কোম্পানি, জর্জিয়া বিশ্ববিদ্যালয়, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় ও জনস হপকিন্স হেলথ সিস্টেমও হ্যাকিংয়ের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে। সিসার এক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো এতে ক্ষতিগ্রস্ত হয়নি।

মুভইট বলেছে, সিস্টেমগুলো ঠিক করতে সহায়তা করার জন্য তারা ফেডারেল এজেন্সি এবং অন্য গ্রাহকের সঙ্গে কাজ করছে।