ধান, নদী আর খাল তিনে মিলে বরিশাল। প্রবাদের মতোই একেবারে সবুজ মলাটে মোড়া দেশের অন্যতম সুন্দর শহর বরিশাল। সৌন্দর্য্যরে কারণে আগে এর নাম ছিল চন্দ্রদ্বীপ। আর এখন প্রাচ্যের ভেনিস নামে পরিচিত এ জেলা। কীর্তনখোলা নদীর তীরে বরিশালের অবস্থান। আরও আছে আড়িয়াল খাঁ, তেঁতুলিয়া, সন্ধ্যা প্রভৃতি নদী।
যা দেখবেন
বরিশালের সংগ্রাম কেল্লা, শরিফুলের দুর্গ, পরেশ সাগর দিঘি, দুর্গাসাগর দিঘি, লন্টা বাবুর দিঘি, বিবির পুকুর পাড়, ৩০ গোডাউন, মুক্তিযোদ্ধা পার্ক, বেলস পার্ক, শেরেবাংলা স্মৃতি জাদুঘর, মাহিলারা মাঠ, জমিদার বাড়ি, গজনী দিঘি প্রভৃতি চোখ জুড়িয়ে দেয়, মন ভরিয়ে তোলে।
যেভাবে যাবেন
ঢাকা থেকে নদী ও সড়কপথে বরিশাল যাওয়া যায়। আরামদায়ক ভ্রমণের জন্য নৌপথ বেছে নেওয়া ভালো। ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন রাতে বরিশালের উদ্দেশে সাত থেকে ১০টি বিলাসবহুল লঞ্চ ছেড়ে যায়। পরেরদিন সকাল ৬টা থেকে ৭টার মধ্যে বরিশাল লঞ্চ টার্মিনাল স্পর্শ করে লঞ্চগুলো। লঞ্চগুলোর মধ্যে রয়েছে এমভি সুন্দরবন ৭ ও ৮, এমভি পারাবাত ২, ৯ ও ১১, এমভি সুরভী ৭ ও ৮, এমভি দ্বীপরাজ, এমভি কীর্তনখোলা ১, এমভি কালাম। লঞ্চে প্রথম শ্রেণির সিঙ্গেল কেবিনের ভাড়া ৬৫০ থেকে ৮৫০ টাকা। দ্বৈত কেবিনের ভাড়া এক হাজার ২০০ থেকে এক হাজার ৬০০ টাকা। সেমি ভিআইপি কেবিনের জন্য গুনতে হয় দুই হাজার ২০০ টাকা। আর ভিআইপি কেবিনের ভাড়া চার হাজার টাকা।
সড়কপথে যেতে হলে গাবতলী থেকে হানিফ, সাকুরা, শ্যামলী, সৌদিয়া, সুরভী প্রভৃতি পরিবহনের বাসে চড়তে হবে। ফেরি পারাপার এসি চেয়ার কোচের মধ্যে সুরভী, সৌদিয়ার ভাড়া ৬০০ টাকা থেকে শুরু। সাকুরা, সোনারতরী, ঈগল, হানিফ রয়েছে; নন এসি চেয়ার কোচের ভাড়া ৪০০ টাকা। নরমাল চেয়ার কোচের মধ্যে সূর্যমুখী, সাউদিয়া, শাপলা, রেখা প্রভৃতির জন্য ভাড়া গুনতে হবে ২৫০ টাকা। সায়েদাবাদ থেকে ছেড়ে যায় সাকুরা, মেঘনা, সুগন্ধা প্রভৃতি। ভাড়া ২৫০ থেকে ৪৫০ টাকার মধ্যে ওঠানামা করে। ফেরি পারাপার গাড়িতে ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন বরিশাল। লঞ্চ পারাপারে সময় একটু বেশি লাগে। যাত্রাপথে পাটুরিয়া ফেরি ঘাটে খাওয়া-দাওয়া সেরে নিতে পারবেন।
যেখানে থাকবেন
ভালো মানের হোটেল অ্যাথেনায় থাকতে পারেন। একক কক্ষ ভাড়া ৯০০ টাকা থেকে শুরু। ডাবল রুমের ভাড়া এক হাজার ১০০ টাকা। এছাড়া ভিভিআইপি ও ভিআইপি রুমও রয়েছে। উঠতে পারেন হোটেল আলী ইন্টারন্যাশনালে। সাধারণ একক ও দ্বৈত কক্ষের ভাড়া যথাক্রমে ৩৫০ ও ৪৫০ টাকা। এসি রুমের বেলায় ৭০০ ও এক হাজার টাকা। এখানেও ভিআইপি সিঙ্গেল ও ডাবল রুম রয়েছে।
যা খাবেন
প্রচলিত খাবারের পাশপাশি বরিশালের গুটিয়ার সন্দেশ খেতে ভুলবেন না। নিয়েও আসুন আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের জন্য। গরুর দুধের ছানা দিয়ে তৈরি এ সন্দেশ খেতে খুবই মজা।