শোবিজ ডেস্ক: সালমান খান অভিনীত ‘রেস থ্রি’ বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারবে কি না তা নিয়ে দ্বিধার মধ্যে ছিলেন অনেকেই। অবশেষে ১০০ কোটির ক্লাবে পৌঁছেই গেল ছবিটি। এজন্য মাত্র তিন দিন সময় নিয়েছে ছবিটি।
‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর ‘রেস থ্রি’ হচ্ছে সালমানের চতুর্থ ছবি যেটি শত কোটির ক্লাবে প্রবেশ করল। ঈদ উপলক্ষে গত ১৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’। এতে সালমানের সহশিল্পী হিসেবে ছিলেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ, সাকিব সেলিমসহ প্রমুখ।
‘রেস থ্রি’ ছবিটি প্রথম দিনে ২৯ কোটি ১৭ লাখ রুপি আয় করে। ফলে অনেকে ভেবেছিলেন এটি আশানুরূপ সফলতা অর্জন করতে পারবে না। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে দ্বিতীয় দিনে ৩৮ কোটি ১৭ লাখ এবং তৃতীয় দিনে ৩৯ কোটি ১৬ লাখ রুপি আয় করে মাত্র তিন দিনেই ছবিটি ১০৬ কোটি রুপিতে পৌঁছে যায়। বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘সেঞ্চুরি করল রেস থ্রি’।
