নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কপারটেক লিমিটেড ১০০ মেট্রিক টন কপার ওয়্যার সরবরাহ করে পুরস্কৃত হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ইস্টার্ন ক্যাবলস লিমিটেডকে ১১ কোটি ২৭ লাখ টাকায় মোট ১০০ মেট্রিক টন কপার ওয়্যার সরবরাহ করা হয়েছে। এর জন্য পুরস্কৃত হয়েছে কপারটেক।