রাজধানীর চকবাজার-সংলগ্ন চক মোগলটুলি আল-সাহানী মার্কেটে বিশেষ অভিযান চালিয়ে তিন কোটি ৫০ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।
রোববার কোস্ট গার্ড ঢাকা জোনের অধীন বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস্ সাদেকিন নির্ণয়ের নেতৃত্বে ঢাকা জেলার চকবাজার-সংলগ্ন চক মোগলটুলি আল-সাহানী মার্কেটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই মার্কেটের দুটি গোডাউন থেকে আনুমানিক তিন কোটি ৫০ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০৫ কোটি টাকা। ওই অভিযানে ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা কামাল, কেরানীগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সেলিম রেজা এবং ঢাকা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাবলী শবনম প্রমুখ উপস্থিত ছিলেন ।
পরর্বতী সময়ে জব্দকৃত কারেন্ট জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং কোস্ট গার্ডের পাগলা স্টেশন কমান্ডারের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বিজ্ঞপ্তি

Print Date & Time : 31 August 2025 Sunday 6:49 am
১০৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড
জাতীয় ♦ প্রকাশ: