Print Date & Time : 3 September 2025 Wednesday 10:02 pm

১০ কোটি প্রথম ডোজের মাইলফলকের অপেক্ষায় স্বাস্থ্য বিভাগ

নিজস্ব প্রতিবেদক: দেশে কভিড-১৯ প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৯ কোটি ৮৯ লাখের বেশি মানুষকে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ছয় কোটি ৪৬ লাখের বেশি। এ পরিস্থিতিতে টিকার ১০ কোটি ডোজ দেয়ার মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর সেটা হতে যাচ্ছে দেশে টিকাদান কর্মসূচি চালু হওয়ার ঠিক এক বছরের মাথায়।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনা-বিষয়ক ভার্চুয়াল বুলেটিনে এ কথা জানান মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘আমরা আশাবাদী ১০ কোটির বেশি ল্যান্ডমার্কটি (মাইলফলক) হয়তো আজকেই (৬ ফেব্রুয়ারি) ছুঁয়ে ফেলতে পারব। আমরা অধীর আগ্রহে তার অপেক্ষায় আছি।’ দেশে গত বছর ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয়।

তিনি বলেন, ‘এরই মধ্যে শিক্ষার্থীদের মাঝেও এক কোটি ৪১ লাখের বেশি প্রথম ডোজ দেয়া হয়েছে আর ২৬ লাখের বেশি শিক্ষার্থী দ্বিতীয় ডোজ নিয়েছে। শিক্ষার্থীদের টিকা গ্রহণ কর্মসূচি অব্যাহত রয়েছে। সেইসঙ্গে দেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এক কোটি ৮১ লাখ ৩৬ হাজার ৪০৬ জনকে প্রথম ডোজ আর এক কোটি চার লাখের বেশি মানুষ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে।’

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘টিকা কর্মসূচি চলমান রয়েছে এবং আমরা বিশ্বাস করি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীকে টিকা রেজিস্ট্রেশনে ও টিকা কেন্দ্রে যেতে সহায়তা করা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, যাদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তাদেরকে বাড়তি সুবিধা দিয়ে টিকা কেন্দ্রে যেতে সহায়তা করা এবং টিকা দিতে সহায়তা করা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেই আমরা মনে করি।’

তিনি বলেন, পাশাপাশি গত এক সপ্তাহের সংক্রমণের যে চিত্রটি ছিল, গত দুদিনে তার খানিকটা নি¤œমুখী প্রবণতা রয়েছে। কিন্তু সেটি সঠিকভাবে নি¤œমুখী কি না, তা এখনও বলার সময় হয়নি। তাই আমরা যেন এ সময় আত্মতুষ্টিতে না ভুগে বরং আরও বেশি দায়িত্বের পরিচয় দিই এবং সঠিকভাবে নিয়ম মেনে নাক-মুখ ঢেকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় যেন আরও বেশি গুরুত্ব দিই।