Print Date & Time : 7 July 2025 Monday 9:49 pm

১০ কোম্পানি পরিদর্শন করবে ডিএসই

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১০টি কোম্পানি পরিদর্শন করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সম্প্রতি, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইকে এ পরিদর্শনের অনুমতি দিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে মূলবাজারের পাশাপাশি এসএমই বোর্ডের কোম্পানিও রয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, ডিএসই এই পরিদর্শন কাজের মাধ্যমে কোম্পানিগুলোর উৎপাদন এবং আর্থিক অবস্থার প্রকৃত চিত্র জানতে চায়। পরিদর্শন চলাকালীন ডিএসই কোম্পানিগুলোর প্রধান কার্যালয়, কারখানা প্রাঙ্গণ এবং অন্যান্য সম্পর্কিত স্থান সরেজমিনে পরিদর্শন করবে।

ডিএসই যে কোম্পানিগুলোর পরিদর্শন করবে, সেগুলোর মধ্যে রয়েছে: অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কৃষিবিদ সিড লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি, রিং সাইন টেক্সটাইল লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ফু-ওয়াং সিরামিক লিমিটেড।

এই কোম্পানিগুলোর পারফরম্যান্স নিয়ে নানা ধরনের সন্দেহ দেখা দেওয়ায় ডিএসই এগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, বেশ কয়েকটি কোম্পানি দীর্ঘদিন ধরে বিভিন্ন সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালন করছে না। কিছু কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে না এবং নির্ধারিত সময়ের মধ্যে তা বিনিয়োগকারীদের বিতরণ করছে না। আবার কিছু কোম্পানির উৎপাদন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, এবং কিছু কোম্পানি তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়মিত করছে না। আরও কিছু কোম্পানি যথাসময়ে গুরুত্বপূর্ণ তথ্য বিনিয়োগকারীদের জানাচ্ছে না।

তালিকাভুক্ত কোনো কোম্পানি পরিদর্শন করতে হলে বিএসইসির অনুমতি প্রয়োজন। এই নিয়ম অনুসারে, ডিএসই সম্প্রতি বিএসইসির কাছে কোম্পানিগুলোর পরিদর্শনের অনুমতি চেয়ে আবেদন জানায়। সার্বিক দিক বিবেচনা করে বিএসইসি ডিএসইকে কোম্পানিগুলোর কারখানা সরেজমিন পরিদর্শন করার অনুমতি দিয়েছে।